২-৩ দিন আগে এ অনুলিপি পেয়েছেন বলে বুধবার (১১ অক্টোবর) জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ০১ আগস্ট সকালে ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়।
গত ০৩ জুলাই ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায়টি দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।
ফলে মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যায়। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়েছিলো।
গত ০১ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশের দিনই সত্যায়িত অনুলিপি চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন জানিয়েছিলেন বলে ১৬ আগস্ট সাংবাদিকদের জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
গত ১৮ আগস্ট এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এ রায়ের বিষয়ে পড়া হচ্ছে। ভালোভাবে পড়ে, পরীক্ষা করে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানানো হবে। এজন্য সময় লাগছে’।
বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, অক্টোবর ১২ ,২০১৭
ইএস/এসও/আরআইএস/এএসআর