বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।
রুলে পাচঁটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত।
একই সঙ্গে হাইকোর্ট এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের চাকরি সরকারিকরণের কেন নির্দেশ দেওয়া হবে না তাও রুলে জানতে চেয়েছেন।
চার সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ৮ জনকে রুলের জবাব দিতে হলা হয়েছে।
আদালতে রিট আবেদন দায়ের করেন, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লক্ষ্মীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, একই উপজেলার আড়ালিয়া গৌরীপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের জয়নাব আক্তার, একই জেলার কেন্দুয়া উপজেলার সরিদাকান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. জালাল উদ্দীন, একই উপজেলার ভরাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুল আলম এবং ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খলাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
ইএস/এমএ