ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন ১৫ বিচারক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন ১৫ বিচারক

ঢাকা: প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে জাপানে যাচ্ছেন ১৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। ‘ক্যাপাসিটি বিল্ডিং অব দ্য মেম্বারস অব দ্য সার্বডিনেট জুডিশিয়ারি’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

আগামী ০৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণের জন্য মনোনীত কর্মকর্তারা ০২ ডিসেম্বর জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

কর্মকর্তারা হলেন- আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (জেলা ও দায়রা জজ) উম্মে কুলসুম, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম কিবরিয়া, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব (অতিরিক্ত জেলা জজ) শেখ হুমায়ুন কবির ও  মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা জজ) ফয়সাল আতিক বিন কাদের, মোহাম্মদ তারেক মইনুল ইসলাম ভূঁইয়া ও মোহাম্মদ রেজাউল করিম।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক (সিনিয়র সহকারী জজ) আল আসাদ মো. মাহমুদুল ইসলাম, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (সিনিয়র সহকারী জজ) তৈয়বুল হাসান।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক (সিনিয়র সহকারী জজ) কাজী ইয়াসিন হাবিব, রাজশাহী জেলা আদালতের জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. সেলিম রেজা ও চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) শুভ্র চক্রবর্তী, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ডিপিডিসি-ঢাকা) রেজমিন সুলতানা, দিনাজপুর জেলা আদালতের সহকারী জজ মিশকাত শুকরানা এবং মানিকগঞ্জ জেলা আদালতের জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) রওশন জাহান।

গত ১৯ অক্টোবর এ বিষয়ে অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।