মঙ্গলবার (৩১ অক্টোবর) ১৩তম সভা শেষে এমন তথ্য জানিয়েছে কমিটি।
কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট ৭৩৭ জনের জন্য সরকারি খরচে বিনা পয়সায় আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।
সভায় অংশ নেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ নজরুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের রুমা সুলতানা, অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা, অ্যাডভোকেট শেখ তাহসিন আলী, ইউএসএআইডি’র মোস্তফা কামাল, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক আবিদা সুলতানা, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার ও কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমা।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ইএস/এএসআর