ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

‘জনস্বার্থ মামলার রায়’ বইয়ের মোড়ক উন্মোচন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
‘জনস্বার্থ মামলার রায়’ বইয়ের মোড়ক উন্মোচন ‘জনস্বার্থ মামলার রায়’ বইয়ের মোড়ক উন্মোচন

ঢাকা: অ্যাডভোকেট মনজিল মোরসেদ পরিচালিত রিট মামলার বিভিন্ন রায় সংকলন করে প্রকাশিত ‘জনস্বার্থ মামলার রায়’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি তাফাজ্জাল ইসলাম বলেন, জনস্বার্থের মামলার রায় বই আকারে প্রকাশ হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে আইনজীবীরা উপকৃত হবেন।

 
 
অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ৪৭টি মামলার রায় বইটিতে স্থান পেয়েছে। মোড়ক উন্মোচনের পর চারদিন সুপ্রিম কোর্ট বার ভবনে ছাড়ে বইটি সংগ্রহ করা যাবে। বইটি প্রকাশ করেছে হাক্কানি পাবলিসার্স।

আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম ও ব্যারিস্টার মওদুদ আহমদ।  

বক্তারা জনস্বার্থের মামলার রায় দেওয়ায় বিচারকদের প্রশংসা করেন এবং সমাজের অনিয়ম দূর করতে জনস্বার্থের মামলা দায়েরের মাধ্যমে এইচআরপিবির ভূমিকা স্মরণ করেন।

অনুষ্ঠানে বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।