ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

মাগুরায় মৃত গরুর মাংস বিক্রি করায় ৩ জনের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
মাগুরায় মৃত গরুর মাংস বিক্রি করায় ৩ জনের জেল-জরিমানা দণ্ডপ্রাপ্তদের কারাগারে নেওয়া হচ্ছে। ছবি-বাংলানিউজ

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় মৃত গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

বুধবার (০৯ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসিফুর রহমান এ জেল-জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলা সদরের জাহিদুল ইসলাম (৩৫), রাকিব উদ্দিন (১৯) ও সাকিব (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার মহম্মদপুর উপজেলা সদরের বাজারে মৃত গরুর মাংস বিক্রি হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাজারের একটি দোকান থেকে মৃত গরুর পাঁচ কেজি মাংস জব্দ করেন। এসময় ওই মাংস বিক্রেতা এবং তার দুই সহযোগীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে দণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানোবেন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।