মঙ্গলবার (১৫ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের জন্য পুনরায় এ তারিখ ধার্য করেন। মামলার তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করতে পারেননি বিধায় নতুন এ তারিখ ধার্য করেন আদালত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে ২০১৮ সালে ১০ এপ্রিল শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশের বিশেষ শাখার সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে অপর তিনটি মামলা দায়ের করে।
মামলার অভিযোগে জানা যায়, গত বছরের ৮ এপ্রিল রাত ১টার দিকে এক থেকে দুই হাজার বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়াল ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। এছাড়া বাসভবনের আশপাশেও একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই চারটি মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এমএআর/এইচএ/