ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কুমিল্লায় হত্যা মামলায় খালেদার জামিন আবেদন নামঞ্জুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
কুমিল্লায় হত্যা মামলায় খালেদার জামিন আবেদন নামঞ্জুর খালেদা জিয়া (ফাইল ছবি)

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামের জগমহনপুরে বাসে পেট্টোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মামলার চার্জ গঠনের তারিখ আদালত আগামী ২৫ ফেব্রুয়ারি ধার্য করেছেন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর দু’পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

**নাইকো মামলায় খালেদার চার্জ শুনানি ১২ ফেব্রুয়ারি

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্টোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।