ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সেলিম প্রধানের ১০ দিনের রিমান্ড আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
সেলিম প্রধানের ১০ দিনের রিমান্ড আবেদন

ঢাকা: রাজধানীর গুলশান থানার মানিলন্ডারিং মামলায় বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানসহ তিনজনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আ‌বেদন ক‌রে‌ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির (পরিদর্শক) শহিদুল ইসলাম খান।

এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ড শুনানির জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেন।

মামলার অপর দুই আসামিরা হলেন, রোমান ও আখতারুজ্জামান।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক শেখ রকিবুল রহমান এ তথ্য জানান।

এর আ‌গে মাদক মামলায় চার‌দি‌নের রিমান্ড শে‌ষে সেলিম প্রধান‌কে কারাগারে পাঠা‌নো হয়।

গত ৩০ সেপ্টেম্বর দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।