শুক্রবার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারাফুজ্জামান আনছারীর আদালতে জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠান আদালত।
স্বীকারোক্তি দেওয়া আসামি মেফতাউল ইসলাম জিওন বুয়েট শাখা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক।
এর আগে বৃহস্পতিবার স্বীকারোক্তি দেন আরেক আসামি ইফতি মোশাররফ সকাল। যিনি ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক।
শুক্রবার এ মামলায় গ্রেফতার আরেক আসামি মিজানুর রহমান মিজানকেও আদালতে হাজির করা হয়। তবে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠান আদালত।
গত ৮ অক্টোবর সকাল, জিওনসহ এ মামলায় বুয়েট ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাদের হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। এ ঘটনায় পরদিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
কেআই/এএ