বুধবার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই আদেশ দেন।
গত ১২ অক্টোবর (শনিবার) রাতে রাজধানীর মধুবাজার এলাকা থেকে রেজাউল করিমকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ।
পরদিন তাকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সেদিনই তার করা জামিন বিষয়ে আদেশের জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করা হয়। সেই জামিন আবেদন বুধবার নামঞ্জুর হলো।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান গ্রেপ্তারের পর জানিয়েছিলেন, গত ৭ অক্টোবর এক নারী রেজাউল করিম রতনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
কেআই/জেডএস