রোববার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা এ অভিযান পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত তরিকুল আলম শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিস পাড়া এলাকার মৃত শেখ বাশারত আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা বাংলানিউজকে জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি টাকা ছাড়া কেউ পাসপোর্ট করতে পারে না এমন অভিযোগের ভিত্তিতে তার নেতৃত্বে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই জন ভুক্তভোগীর স্বীকারোক্তি মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখান থেকে তরিকুল আলম নামে এক দালালকে আটক করে। অন্যরা এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তবে সাজাপ্রাপ্ত শেখ তরিকুল আলম জানান, পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক ইন্দ্রিরা গাইন, আউট সোর্সিং কর্মী লাভলু, এমএলএসএস সাখাওয়াৎ হোসেন তার কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা নিত।
ওই ব্যক্তিদের বিরুদ্ধে অফিসিয়ালি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
আরএ