মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে ছিলেন সৈয়দা আফসার জাহান।
গত ১৮ সেপ্টেম্বর রাজধানীতে ব্যবসায়ী অলি উল্লাহ অলিকে ছয় মাসের সাজা দেন মোবাইল কোর্ট। পরে সংশ্লিষ্ট আদালতের আদেশের অনুলিপি চেয়ে আবেদন করেন তিনি। কিন্তু সেই অনুলিপি না পেয়ে হাইকোর্টে রিট করেন ওই ব্যবসায়ী।
এছাড়া মহিউদ্দিন নামের আরেক ব্যক্তিও ছয় মাসের দণ্ডের অনুলিপি চেয়ে সংশ্লিষ্ট আদালতের কাছে আবেদন করেন। তিনিও তা না পেয়ে হাইকোর্টে রিট করেন।
আদালত আবেদনের শুনানি নিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের আদেশের অনুলিপি দিতে আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
ইএস/জেডএস