ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সরকারি চাকুরেদের পেনশন হস্তান্তর নিয়ে রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
সরকারি চাকুরেদের পেনশন হস্তান্তর নিয়ে রুল

ঢাকা: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনের শতভাগ হস্তান্তরের বিধান বাতিল করে ৫০ ভাগ বাধ্যতামূলক সমর্পণে করা বিধান কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, শিক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এবং মহা হিসাব নিয়ন্ত্রককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মো. ওসমান আজিজ।  

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার মো. ওসমান আজিজ।

কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আকতার আলম ওই রিট করেন।

২০১৭ সালের ৯ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, সরকারি চাকরিজীবীদের পেনশন মঞ্জুরি ও পরিশোধ সংক্রান্ত বিধি/পদ্ধতি অধিকতর সহজীকরণ বিষয়ক আগের প্রচলিত গ্রস পেনশনের শতভাগ সমর্পণের সুবিধা বাতিল করে ৫০ ভাগ বাধ্যতামূলক সমর্পণ ও বাকি অর্থ নির্ধারিত হারে মাসিক পেনশন গ্রহণের বিধান প্রবর্তন করা হয়।  

এই প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিট আবেদনটি করা হয় বলে জানান আইনজীবী মো. ওসমান আজিজ।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।