ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

‘দুই মামলায় জি কে শামীমের হাইকোর্টে জামিন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
‘দুই মামলায় জি কে শামীমের হাইকোর্টে জামিন’

ঢাকা: ঠিকাদার গোলাম কিব‌রিয়া শামীম ওর‌ফে জি কে শামীমকে দুই মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

শনিবার (০৭ মার্চ) তার আইনজীবী শওকত ওসমান বলেন, গত ফেব্রুয়ারি মাসের ৪ ও ৬ তারিখে তিনি হাইকোর্টের দুই বেঞ্চ থেকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জামিন পেয়েছেন।

একটি একবছর ও অপরটিতে ছয় মাস পেয়েছেন।

মানিলন্ডারিং ও দুদকের আরও দুটি মামলা আছে সেগুলোর জন্য অলরেডি হলফনামা করা হয়েছে।

তবে রাষ্ট্রপক্ষ এ বিষয়ে কিছু জানাতে পারেনি।

ক্যাসিনোবিরোধী অভিযোগের মধ্যে গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই ভবন থেকে বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার ক‌রে আইন-শৃঙ্খলা বা‌হিনী।

অ‌ভিযা‌নের সময় জি ‌কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়। এর মধ্যে গত ২৮ জানুয়ারি অস্ত্র আইনের মামলায় বিচার শুরু হ‌য়ে‌ছে।  

চলতি বছরের ২৮ জানুয়া‌রি ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম অভিযোগ গঠনের মাধ্য‌মে বিচার শুরুর আদেশ দেন।

জি কে শামীম ছাড়াও এই মামলার অ‌ভিযুক্ত সাত দেহরক্ষী হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। এ সময় আসা‌মিরা আদাল‌তের কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌লেন এবং নি‌জে‌দের নি‌র্দোষ ব‌লে দা‌বি ক‌রেন।

বাংলদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।