ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

গাজীপুরে ৫ অবৈধ ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
গাজীপুরে ৫ অবৈধ ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা গাজীপুরে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার পানিশাইল এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, মো. মমিন ভূঁইয়া, পরিদর্শক শেখ মুজাহীদ ও দিলরুবা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায় অবৈধ ইটভাটায় যৌথভাবে অভিযান চালায় গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই এলাকায় মেসার্স কাঁচা রস ব্রিকস, ডগরি ব্রিকস, সেভেন সেভেন ফাইভ ব্রিকস, মোল্লা অ্যান্ড কোং ব্রিকস ও মোল্লা ব্রিকস ভেকু মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া এসব ইটভাটা মালিককে দু’ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। পর্যায়ক্রমে গাজীপুরের বিভিন্ন অঞ্চলে থাকা অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে গাজীপুর র‍্যাব-১ এর সদস্যরা এবং আনসার ব্যাটালিয়ন সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
আরএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।