ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নীলফামারীতে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
নীলফামারীতে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

নীলফামারী: নীলফামারীতে এক নারী শ্রমিককে নিজ বাড়িতে ধর্ষণের অভিযোগে আনিসুর রহমান নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১।

সোমবার (১৬ মার্চ) দুপুরে আদালত-১র বিচারক মো. আহসান তারেক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্ত আনিসুর নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব শিমুলবাড়ি গ্রামের নমির উদ্দীনের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০০১ সালের ৩০ জুলাই ক্ষেত নিড়ানির কথা বলে প্রতিবেশী জয়গুন বেগমকে ডেকে নিয়ে নিজ বাড়িতে ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষিতার বাবা জহির উদ্দীন ওই দিনই জলঢাকা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত এর রায় ঘোষণা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি রামেন্দ্র বর্ধণ বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।