ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জামিন-জরুরি বিষয় ছাড়া নিম্ন আদালতের বিচার কাজ মুলতবি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
জামিন-জরুরি বিষয় ছাড়া নিম্ন আদালতের বিচার কাজ মুলতবি 

ঢাকা: দেশের নিম্ন আদালতে জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ছাড়া অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

রোববার (২২ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক সার্কুলারে প্রধান বিচারপতির আদেশক্রমে এ নির্দেশনা দেওয়া হয়।  

এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত উদ্ধুত পরিস্থিতিতে দেশের অধস্তন আদালত সমূহে অধিক সংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন।

এই উদ্দেশ্যে দেশের অধস্তন আদালত সমূহে জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতীত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবিকরণ আবশ্যক।  

এমতবস্থায় দেশের অধস্তন আদালত সমূহে জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতীত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
ইএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।