ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

দুই সম্পাদকের বিরুদ্ধে মামলায় এলআরএফের উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
দুই সম্পাদকের বিরুদ্ধে মামলায় এলআরএফের উদ্বেগ

ঢাকা: ‘চাল চুরির সংবাদ প্রকাশের জেরে’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করায় উদ্বেগ প্রকাশ করেছে আইন, আদালত ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

সোমবার (২০ এপ্রিল) সংগঠনের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুই সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

শনিবার (১৮ এপ্রিল) রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী ‘চাল চুরির সংবাদ প্রকাশের জেরে’ ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি করেন।

মামলায় অপর দুজন হলেন-শাওন আমিন ও রহিম শুভ।

** বিডিনিউজ ও জাগো নিউজ সম্পাদকের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।