ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ঢাকার জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরী অবসরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ১৩, ২০২০
ঢাকার জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরী অবসরে আইন মন্ত্রণালয়।

ঢাকা: ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরী অবসরে গেছেন। শুক্রবার (১২ জুন) থেকে তার এই অবসর কাযর্কর হবে। তবে আগামী এক বছর তি‌নি সবেতনে অবসর উত্তর ছুটিতে থাকবেন।

রাষ্ট্রপ‌তির আদেশক্রমে আইন ও বিচার বিভা‌গের উপ-স‌চিব (প্রশাসন ১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষ‌রিত এক প্রেসবিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরীকে সরকা‌রি চাক‌রি‌ আইন ২০১৮ এর ৪৩ (১) (ক) ধারা অনুযায়ী ৫৯ (ঊনষাট) বছর বয়স পূর্তিতে ১১ জুন তা‌রিখ সরকা‌রি চাক‌রি থেকে অবসর দেওয়া হ‌লো।

 একই আইনের ৪৭ ধারা অনুযায়ী তা‌র অনুকূলে চল‌তি বছরের ১২ জুন থে‌কে ২০২১ সালের ১১ জুন পর্যন্ত একবছর পূর্ণগড় বেতনে অবসর উত্তর ছু‌টি মঞ্জুর করা হ‌লো।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুন ১৩, ২০২০
কে‌আই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।