ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নিম্ন আদালতে অসুস্থ কর্মকর্তাদের কর্মস্থলে আসতে মানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
নিম্ন আদালতে অসুস্থ কর্মকর্তাদের কর্মস্থলে আসতে মানা হাইকোর্ট

ঢাকা: অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসুস্থ, ঝুঁকিপূর্ণ ও সন্তানসম্ভবা নারীদের কর্মস্থলে না আসতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

রোববার (১৯ জুলাই) প্রধান বিচারপতির নির্দেশে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয় নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মকর্তা-কর্মচারী এবং সন্তানসম্ভবা নারীরা কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে এবং প্রযোজ্য ক্ষেত্রে ভার্চুয়াল কোর্টে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবেন।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ইএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।