ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সাবেক এমপি অ্যাডভোকেট আলমগীরের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
সাবেক এমপি অ্যাডভোকেট আলমগীরের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক আলমগীর হোসেন

ঢাকা: মুক্তিযোদ্ধা, সাবেক এমপি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এটিএম আলমগীর হোসেনের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করছেন।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি আলমগীর।

বিএনপিদলীয় সাবেক এমপি ২০১৮ সালে জাতীয় পার্টি থেকে এমপি প্রার্থী ছিলেন।

মুক্তিযোদ্ধা এ আইনজীবী শিল্প ও কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
ইএস/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।