ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট বারে অভিযোগ বক্স স্থাপন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
সুপ্রিম কোর্ট বারে অভিযোগ বক্স স্থাপন

ঢাকা: যে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে জানাতে অভিযোগ বক্স স্থাপন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
 
রোববার (৯ আগস্ট) সম্পাদকের অফিসকক্ষের সামনে এ বক্স স্থাপন করা হয়।


 
এ বিষয়ে সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস বলেন, প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচরপতিদের সঙ্গে সুপ্রিম কোর্ট বার নেতাদের একটি ভার্চ্যুয়াল মিটিং হয়েছে। সেখানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে বলা হলে প্রধান বিচারপতি বলেছেন সুনির্দিষ্টভাবে অভিযোগ জানাতে। তাই বৈঠকের পরদিন এ বক্স স্থাপন করেছি। অভিযোগ আসার পর প্রধান বিচারপতি বরাবর পাঠানো হবে।  

এদিকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ফেসবুকে ‘আইনজীবী ও বিচার প্রার্থী জনগণের প্রতি আহবান’ শিরোনাম দিয়ে একটি স্ট্যাটাসে বলেন, সুপ্রিম কোর্টের যে কোনো পর্যায়ের ঘুষ-দুর্নীতি-অনিয়মের সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত, অডিও-ভিডিও রেকর্ডিং এবং বিকাশ/নগদ/রকেটসহ অন্য কোনো মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সম্পাদকের অফিসকক্ষের সামনে স্থাপিত অভিযোগ বাক্সে জমা দিন।
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।