ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সপ্তাহে তিনদিন চলবে ভার্চ্যুয়াল চেম্বার কোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
সপ্তাহে তিনদিন চলবে ভার্চ্যুয়াল চেম্বার কোর্ট প্রতীকী ছবি

ঢাকা: করোনা মহামারিকালে সপ্তাহে তিন দিন আপিল বিভাগের চেম্বার আদালতে (চেম্বার কোর্ট) ভার্চ্যুয়ালি বিচার কাজ চলবে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুধু ভার্চুয়াল উপস্থিতিতে আপিল বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতির অনুমতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করে গত ৩১ মে বিজ্ঞপ্তি প্রচার করা করা হয়।  

বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ১৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
ইএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।