ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

২ এমপির আসন শূন্য ঘোষণার রুল, যা বলেছেন অ্যাটর্নি জেনারেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
২ এমপির আসন শূন্য ঘোষণার রুল, যা বলেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

ঢাকা: দুই সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা নিয়ে জারি করা রুল এক অর্থে সঠিক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুই সংসদ সদস্যের বিষয়ে রুল জারির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

পৃথক রিটের শুনানি নিয়ে দণ্ডিত হয়েও সংসদ সদস্য পদে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশীদ এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহিদ ইসলাম পাপুলের আসন কেন শূন্য ঘোষণা করা হবে না এ মর্মে রুল জারি করেন হাইকোর্ট।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, পৃথিবীর অনেক সংসদেই অনেক ভালো লোক আছেন, আবার দু’একজন বিতর্কিত লোকও পাশ করে ফেলে বা ঢুকে যায়। আদালত এ ব্যাপারে যে নির্দেশ দিয়েছেন সরকার নিশ্চয় এ ব্যাপারে সরকারের যে জবাব সে জবাব দেবে।

তিনি বলেন, আদালত বলেছেন কেন তাদের সদস্যপদ বাতিল হবে না। আমাদের সংবিধানে দেখতে হবে সংসদ সদস্য পদের বাতিলের বিধান কী আছে। সে বিধান অনুসরণ না করে তো কারো সদস্য পদ বাতিল করা যাবে না। কিন্তু আদালতের এ আদেশটা এক অর্থে অতি প্রয়োজনীয় ছিল। এটা অ্যাওয়ারনেস। আমাদের সমগ্র জনগণের ভেতরে মনজগতে একটি জাগরণ সৃষ্টি হওয়া। সংসদ খুবই পবিত্র জায়গা। সমস্ত দেশের যারা জনগণের প্রতিনিধিত্ব করেন, ............এ প্রতিনিধি হিসেবে কোনো খারাপ লোক, কোনো বিতর্তিক লোক এখানে প্রতিনিধিত্ব করুক এটাতো দেশবাসীর কাম্য হতে পারে না। সে অর্থে আদালত সঠিক এ রুল জারি করেছেন। এখন দেখতে হবে তাদের সদস্যপদ বাতিলের পন্থাটা কী।

পাপুলের বিষয়ে এক প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, যারা দেশকে বিদেশে প্রতিনিধিত্ব করেন বা বিদেশে যান কোনো পরিচয়ে, যে পরিচয়ে যাক না কেন উচ্চপদস্থ কর্মচারী হোক বা সংসদ সদস্য হোক বিদেশে গিয়ে তিনি যদি কোনো অন্যায় কাজে ধরা পড়েন বা তাকে কোনো রকম গ্রেফতার করা হয় বা তার বিরুদ্ধে কোনো রকম আইনগত পদক্ষেপ নেওয়া হয় তাহলে তো দেশের সুনাম নষ্ট হয় এতে কোনো সন্দেহ নেই।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
ইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।