ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

৭ মামলায় নূর হোসেনের হাজিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
৭ মামলায় নূর হোসেনের হাজিরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন অস্ত্র-মাদক ও চাঁদাবাজিসহ আরও সাত মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে নূর হোসেনকে হাজির করা হয়।

সাক্ষ্যগ্রহণের এদিন ধার্য্য থাকলেও আদালতে সাক্ষীরা অনুপস্থিত থাকায় আগামী ১৪ অক্টোবর মামলার পরবর্তী দিন নির্ধারণ করেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জেসমিন আহমেদ জানান, সাতটি মামলায় আজ আদালতে নূর হোসেনকে আদালতে হাজির করা হয়েছে। সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও সাক্ষীদের অনুপস্থিতির কারণে আদালতে নতুন দিন ধার্য্য করেছেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় নূর হোসেনকে আদালতে আনা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।