ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বাবুল চিশতির ছেলের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
বাবুল চিশতির ছেলের জামিন রাশেদুল হক চিশতি

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মামলায় ফারমার্স ব্যাংক ( সাবেক পদ্মা ব্যাংক) কেলেঙ্কারির অন্যতম হোতা ও ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতির (বাবুল চিশতি) ছেলে রাশেদুল হক চিশতিকে জামিন দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন।

 

এই মামলায় গত ১৬ আগস্ট রাশেদ চিশতিকে গ্রেফতার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়। পরদিন তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন শুনানির জন্য ২০ আগস্ট দিন ধার্য করেছিলেন।  

২০১৯ সালের ৫ ডিসেম্বর বাবুল চিশতির শ্যালক মোস্তফা কামালের বিরুদ্ধে ৮৪ লাখ ৭২ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ২ কোটি ৫২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দেয় দুদক। মামলার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

সেই মামলার তদন্তকালে দেখা যায় মামা মোস্তফা কামালের অ্যাকাউন্টে ১৪ লাখ টাকা স্থানান্তর করেন রাশেদুল হক চিশতি। তাই তাকেও এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

বাবুল চিশতির অবৈধ সম্পদের বেশির ভাগই তার শ্যালক মোস্তফা কামালের নামে। দুদকের অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে। এরপরই দুদকের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হলো।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
কেআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।