ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ধামরাইয়ে ৫ চালকের কারাদণ্ড

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
ধামরাইয়ে ৫ চালকের কারাদণ্ড

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে লাইসেন্স বিহীন অদক্ষ চালক, সহযোগী, ফিটনেস বিহীন গাড়ি, স্বাস্থ্যবিধি না মানা ও দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ চালককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের ঢুলিভিটা বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার।

 

তিনি জানান, সরকারি বিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন ও দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ চালককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তরা লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন। এছাড়া মাস্ক না পড়া ও সামাজিক দূরত্ব না মানায় আরও দু’জনকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় ধামরাই থানার পুলিশ উপস্থিত ছিল।  

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।