ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রিফাত হত্যা: শিশু আদালতে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
রিফাত হত্যা:  শিশু আদালতে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা  ফাইল ছবি

বরগুনা: বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে শিশু আদালতে সাক্ষ্য দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ূন কবির।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে বরগুনার শিশু আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ূন কবিরের সাক্ষ্যগ্রহণ শুরু করেন বিচারক মো. হাফিজুর রহমান।

সাক্ষ্যগ্রহণ উপলক্ষে কারাগারে থাকা এ মামলার সাত আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া আদালতে হাজির হয়েছেন এ মামলায় জামিনে থাকা অপর সাতজন অপ্রাপ্তবয়স্ক আসামি।  

এর আগে, করোনার পূর্ববর্তী সময়ে ৭৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত। করোনার পর কোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে রোববার থেকে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু করে আদালত।

শিশু আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বাংলানিউজকে বলেন, শিশু আদালতে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য চলছে। তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হলে এ মামলায় ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হবে।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাতকে গুরুতর আহত করে। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ওই দিনই মারা যান।

গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

 
গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। অন্যদিকে, গত ৮ জানুয়ারি একই মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক আট আসামি উচ্চ আদালত এবং বরগুনার শিশু আদালতের আদেশে জামিনে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।