ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নাশকতার মামলায় কারাগারে জেলা বিএনপির আহ্বায়ক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
নাশকতার মামলায় কারাগারে জেলা বিএনপির আহ্বায়ক  রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ

রাজশাহী: নাশকতার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন।

জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রফিক বাংলানিউজকে বলেন, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ একটি নাশকতার মামলার আসামি। মামলাটিতে তিনি জামিনে ছিলেন। সম্প্রতি তিনি একটি হাজিরার দিন আদালতে অনুপস্থিত ছিলেন। পরে বৃহস্পতিবার আবার নির্ধারিত দিনে হাজির হন। আগের হাজিরার দিন উপস্থিত না হওয়ার কারণে আদালত তার জামিন বাতিল করেন। এসময় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, আবু সাঈদ চাঁদ এখন কোর্ট হাজতেই আছেন। বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
এসএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।