ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার দুই আসামির রিমান্ড মঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার দুই আসামির রিমান্ড মঞ্জুর শিহাব ও আল-আমিন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার দুই আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি শেষে বিচারক মো. মোরশেদ আলম প্রত্যেকের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

আসামিরা হলেন জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার শামীম আহমেদের ছেলে শিহাব আহমেদ জিহাদ ও বহিষ্কৃত অপর সাংগঠনিক সম্পাদক ও ভাঙ্গাবাড়ি মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে আল-আমিন।  

সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গত ৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় বিজয় হত্যা মামলার প্রধান আসামি শিহাব আহমেদ জিহাদকে। এর তিনদিন আগে মামলার দ্বিতীয় আসামি আল-আমিনকেও গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য শিহাবের ১০ দিন ও আল-আমিনের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বৃহস্পতিবার শুনানি শেষে দু’জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।  

২৬ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের স্মরণে দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে বাজার স্টেশন এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দের কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়। ঢাকার একটি হাসপাতালে নয়দিন লাইফ সাপোর্টে থাকার পর ৫ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. রুবেল বাদী হয়ে শিহাব ও আল-আমিনসহ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা চার/পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১৬ জুলাই মামলাটি তদন্তের দায়িত্বভার গোয়েন্দা পুলিশে দেওয়া হয়। এরপর গত ১ সেপ্টেম্বর রায়গঞ্জের চান্দাইকোনা এলাকা থেকে মামলার দুই নম্বর আসামি আল-আমিন ও ৪ সেপ্টেম্বর হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে প্রধান আসামি শিহাবকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বাকি আসামিরাও গ্রেফতারের পর জেলহাজতে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।