ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জিকে শামীমের মানি লন্ডারিং মামলা বিচারের জন্য বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
জিকে শামীমের মানি লন্ডারিং মামলা বিচারের জন্য বদলি

ঢাকা: বিতর্কিত ঠিকাদার জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে হওয়া মানি লন্ডারিং মামলা বিচারের জন্য বদলি হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিশেষ জজ-১০ এ বদলির আদেশ দেন।

 

এইসঙ্গে বদলি আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মামলার আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। আসামিরা সবাই গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

সোমবার দুপুরে হুইলচেয়ারে করে জি কে শামীমকে আদালতে হাজির করে পুলিশ।

২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‍্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে এক কোটি ৮১ লাখ টাকা ও ১৬৫ কোটি ২৭ লাখ টাকা এফডিআরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।  

গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মোট ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।