ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

পদত্যাগ করলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
পদত্যাগ করলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ...

ঢাকা: আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির।

রোববার (১১ অক্টোবর) রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগ পত্র দেন বলে জানা গেছে।

মো. মোমতাজ উদ্দিন ফকির আওয়ামী লীগের টানা তিনবারের ক্ষমতায় থাকার প্রথম মেয়াদে অর্থাৎ ২০০৯-২০১৪ মেয়াদের সময় নিয়োগ পেয়েছিলেন।

প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পর তিনি দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করে আসছিলেন।

রোববার সকালে তিনি বলেন, একান্ত ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতি বরাবর এ পদত্যাগ পত্র দিয়েছি।

মাহবুবে আলমের মৃত্যুর পর গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।

২০০৯ সাল থেকে দায়িত্বপালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই পদে সরকার এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেয়।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০/ আপডেট: ১১৩৩ ঘণ্টা,
ইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।