ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আড়াইহাজারে ৩ বালু ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
আড়াইহাজারে ৩ বালু ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড আড়াইহাজারে ৩ বালু ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ ভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন ভাম্যমাণ আদালত।

বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন— নরসিংদীর পাইকারচর গ্রামের আব্বাস আলীর ছেলে ফিরোজ মিয়া (৫০), রূপগঞ্জের আমির হোসেনের ছেলে রিফাত ইসলাম (১৯) ও বরিশালের অরবুনিয়া গ্রামের লিটনের ছেলে পারভেজ (১৯)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন জানান, দীর্ঘ দিন ধরে একটি চক্র আড়াইহাজারের মেঘনা নদীতে খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল। গোপনে খবর পেয়ে বুধবার রাতে তিনজনকে আটক করে প্রত্যেককে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

একটি সূত্র জানায়, মেঘনা থানার চালিভাঙা ইউপি চেয়ারম্যান আ. লতিফ ওরফে লতু চেয়ারম্যান দীর্ঘ দিন ধরে কালাপাহাড়িয়া এলাকার সন্ত্রাসী সাত্তার ও জয়নাল গংদের সঙ্গে আঁতাত করে বালু উত্তোলন করে আসছিলেন। এতে প্রস্তাবিত অর্থনৈতিক জোন ও আশ্রয়কেন্দ্র ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।