ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সালিশ বৈঠকে প্রতিপক্ষকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
সালিশ বৈঠকে প্রতিপক্ষকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সালিশ বৈঠকে প্রতিপক্ষ আমিনুর ইসলামকে (২৩) হত্যার অপরাধে মাহালম মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাহালম মৃত বাসক শেখের ছেলে ও নিহত আমিনুর ইসলাম মনছের আলীর ছেলে তারা নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৫ জানুয়ারি নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা গ্রামে দুই পক্ষের পারিবারিক বিরোধ নিয়ে কমিউনিটি পুলিশিং-এর সহায়তায় স্থানীয়দের উপস্থিতিতে সালিশ বৈঠক চলছিল। বৈঠক চলাকালীন মাহালম নিজের সঙ্গে রাখা দা দিয়ে প্রতিপক্ষ আমিনুরের মাথায় ও হাতে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে আমিনুরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় সালিশ বৈঠকের লোকজন মাহালমকে আটক করে পুলিশে সোপর্দ করে।  

পরে দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান আসামি মাহালমের অনুপস্থিতিতে এ রায় দেন।

আসামি মাহালম মামলা চলমান সময়ে জামিন পেয়ে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ টি এম এরশাদুল হক চৌধুরী।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন রায়ে সন্তোষ প্রকাশ করে বাংলানিউজকে জানান, এ রায় সমাজে অপরাধ প্রবণতা কমাতে প্রভাব ফেলবে। অপরাধীদের জন্য এটা একটা বড় ম্যাসেজ।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।