ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে মাদক মামলায় কারবারির ৮ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
বরিশালে মাদক মামলায় কারবারির ৮ বছরের কারাদণ্ড

বরিশাল: নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল নগরীর মাদককারবারি শাহিন রাঢ়ীকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত শাহীন রাঢ়ী বরিশাল নগরের সাগরদী কারিকর বিড়ি ব্রাঞ্চ রোডের তোফাজ্জেল রাঢ়ীর ছেলে।  

রায় ঘোষণার সময় শাহীন আদালতে উপস্থিত ছিল বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী হেদায়েতুনবী জাকির।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৯ জুন গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে শাহীন রাঢ়ীর বাসায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে মামলা দায়ের করেন।

একই বছরের ১৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই অশোক পাল আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন।  আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।