ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীর ৫ বছরের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীর ৫ বছরের জেল প্রতীকী ছবি

জয়পুরহাট: জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদী লিলিফা বানুকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (০২ নভেম্বর) বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত লিলিফা বানু জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামে ২০১৯ সালের ২২ জুন রাতে নিজ বাড়ির একটি কক্ষে একাই লিলিফা বানু ঘুমিয়ে পড়েন। ওই রাতে একই গ্রামের রুহুল আমিন কৌশলে ঘরের দরজা খুলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরদিন লিলিফা বানু জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করলে বিচারক পুলিশকে মামলার তদন্ত করার নির্দেশ দেন।

শত্রুতার জেরে ওই যুবককে ফাঁসানোর জন্যই এ মামলা দায়ের করা হয়েছিল- পুলিশের এমন তদন্ত রিপোর্ট এবং বাদীর স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তি অনুযায়ী মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় লিলিফা বানুকে ৫ বছরের কারাদণ্ড ও একইসঙ্গে আসামি রহুল আমিনকে এ মামলা থেকে অব্যাহতির আদেশ দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল (পিপি) এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।