ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মনু নদীর সেচ প্রকল্প: প্রকৌশলীকে আত্মসমর্পণের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
মনু নদীর সেচ প্রকল্প: প্রকৌশলীকে আত্মসমর্পণের নির্দেশ

ঢাকা: মৌলভীবাজারের ‘মনু নদীর সেচ প্রকল্পের আওতাধীন কাশিমপুর পাম্প হাউস পুনর্বাসন’ প্রকল্পে পাম্প কেনায় দুর্নীতির অভিযোগের মামলায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আবু তালেবকে তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুজ্জামান লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক।

পরে আমিন উদ্দিন মানিক জানান, মনু নদীর সেচ প্রকল্পের আওতাধীন কাশিমপুর পাম্প হাউস পুনর্বাসন প্রকল্পের প্রকৃত মূল্যের চেয়ে বেশি দেখিয়ে ৩৪ কোটি বিয়াল্লিশ লাখ টাকা পরস্পর যোগসাজশের মাধ্যমে ক্ষতি করার অভিযোগে ২১ অক্টোবর মামলা করে দুদক।

এ মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছিলেন প্রকৌশলী মো. আবু তালেব।  

তার আগাম জামিন হয়নি, তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আমিন উদ্দিন মানিক।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
ইএস/এএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।