ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ইয়াবাসহ গ্রেফতার পুলিশের এএসআই কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
ইয়াবাসহ গ্রেফতার পুলিশের এএসআই কারাগারে

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া থানার মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) তাকে আদালতে হাজির করে মাদক মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা জানান, র‌্যাব বাদী হয়ে এএসআই আজিজের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে। ’

এর আগে রোববার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব-১০। তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানায় কর্মরত। রাতে এএসআই আজিজকে গেন্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।