ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রী হত্যায় সাতক্ষীরার ইমাদুলের আমৃত্যু কারাবাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
স্ত্রী হত্যায় সাতক্ষীরার ইমাদুলের আমৃত্যু কারাবাস

ঢাকা: কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সাতক্ষীরা সদরের শহিদুল সরদারের ছেলে ইমাদুলকে আমৃত্যু কারাবাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিষয়ে ইমাদুলের জেল আপিল খারিজ করে বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিকে পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম বায়জিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

তিনি জানান, ২০০২ সালের ১৯ জুলাই ইমাদুল যৌতুকের দাবিতে কেরোসিন তেল ঢেলে স্ত্রী রেশমা খাতুনের গায়ে আগুন লাগিয়ে দেন। রেশমা খাতুন মৃত্যুকালীন জবানবন্দি দিয়ে আসামি ইমাদুলকে অভিযুক্ত করেন। পরে ২৯ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ১১ আগস্ট বিচারিক আদালত ইমাদুলকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে হাইকোর্টে শুনানি শেষে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এর বিরুদ্ধে ইমাদুল জেল আপিল করেন। শুনানি শেষে রেশমাকে দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে মারার অভিযোগে নারী শিশু আইনের ৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আপিল খারিজ করেন আদালত। তবে সাজা কমিয়ে মৃত্যুদণ্ড পরিবর্তন করে আপিল বিভাগ আমৃত্যু কারাবাসের আদেশ দিয়েছেন বলে জানান অমিত দাশগুপ্ত।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।