ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় দিলু হত‌্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
খুলনায় দিলু হত‌্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

খুলনা: খুলনায় দেলোয়ার ‌হো‌সেন দিলু হত্যা মামলায় শা‌হিনুর রহমান তাজু (৪৭) নামের একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩১ জানুয়া‌রি) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা ক‌রেন।

রায় ঘোষণার সময় আসা‌মি তাজু আদাল‌তের কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌লেন।

রায়ে মামলার চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। তারা হ‌লেন- শা‌হিনুর রহমান তাজুর ভাই হাসানুর রহমান কাজু, রাজু, তার মা নুরজাহান বেগম, ভা‌গ্নে এহসান মোল্লা।

মামলার সং‌ক্ষিপ্ত বি‌বরণী থে‌কে জানা যায়, ২০১৩ সা‌লের ১৬ জুন সি‌মে‌ন্ট্রি রো‌ডের হো‌টেল আরামের সাম‌নে হাতুরী দি‌য়ে পি‌টি‌য়ে দেলোয়ার ‌হো‌সেন দিলুকে হত্যা করা হয়। এঘটনায় নিহ‌তের স্ত্রী শওকত আরা রানু বা‌দী হ‌য়ে খুলনা সদর থানায় মামলা ক‌রেন (নম্বর-১০)। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার পাল পাঁচজন‌কে অ‌ভিযুক্ত ক‌রে আদাল‌তে অভিযোগপত্র জমা দেন। স্বাক্ষ‌্য প্রমাণের ভি‌ত্তি‌তে তাজু দোষী সাব‌্যস্ত হওয়ায় তাকে ফাঁ‌সি‌র আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।