ঢাকা: মুন্সিগঞ্জের মীর কাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভার নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া তিন মাসের স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
ফলে ১৪ ফেব্রুয়ারি ওই দুই পৌরসভার নির্বাচন হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামানের আদালত স্থগিতাদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
পরে সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ওই দুই পৌরসভার নির্বাচন হতে আর কোনো আইনি বাধা নেই।
এর আগে পৃথক রিটের শুনানি নিয়ে ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ স্থগিতাদেশ দিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
ইএস/এমজেএফ