ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রাজশাহী বারের নির্বাচনে আওয়ামীপন্থীদের প্যানেল ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
রাজশাহী বারের নির্বাচনে আওয়ামীপন্থীদের প্যানেল ঘোষণা রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের জন্য আওয়ামীপন্থী প্যানেল ঘোষণা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: আগামী ২৫ ফেব্রুয়ারি রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের প্যানেল গঠন উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী বার অ্যাসোসিয়েশন ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামীপন্থী প্যানেল ঘোষণা করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্যানেল ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় মেয়র বলেন, নির্বাচনে বিজয়ী হতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী ২৫ ফেব্রুয়ারি রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করবে বলে আশা করি।

মেয়র আরও বলেন, বহুতল বার ভবন নির্মাণ কাজ থমকে আছে। করোনার কারণে প্রকল্পের অর্থ কম ছাড়া হচ্ছে। রাজশাহী অ্যাডভোকেট বার ভবন নির্মাণ কাজ শুরুর ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল ঘোষণা করা হয়। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী হলেন অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, সহ-সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আসির উদ্দিন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম রেন্টু ও অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্জ, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক (সাধারণ) প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক (কল্যাণ তহবিল) প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক মিন্টু।

সম্পাদক হিসাব প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সম্পাদক লাইব্রেরি প্রার্থী অ্যাডভোকেট বাবুল হোসেন বাবুল, সম্পাদক অডিট প্রার্থী অ্যাডভোকেট সালাউদ্দিন সেলিম, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান বাদশা, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার প্রার্থী অ্যাডভোকেট মাজেদুল আলম শিবলী, সদস্য প্রার্থীরা হলেন, অ্যাডভোকেট মুঞ্জুর জামান মুকুল, অ্যাডভোকেট আসাদুজ্জামান মিঠু, অ্যাডভোকেট মলয় কুমার ঘোষ, অ্যাডভোকেট আতিকুল আলম সাগর, অ্যাডভোকেট আমজাদ হোসেন, অ্যাডভোকেট সুমা খাতুন, অ্যাডভোকেট রকিবুল হাসান রোকন, অ্যাডভোকেট রেজাউল হক ও অ্যাডভোকেট আব্দুর রহমান।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি ২০২১
এসএস/ডিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।