ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিএনপির প্রতিবাদ সমাবেশে সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ৭৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
পৃথক মামলায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের আগামী ২১ মার্চ পর্যন্ত জামিন দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) প্রেসক্লাবে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে শাহবাগ ও রমনা থানায় পৃথক মামলা দায়ের করেছে।
এসব মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী খান সফু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭৪ নেতাকর্মী আগাম জামিন আবেদন করেন।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
ইএস/আরবি