ঢাকা: করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
অবকাশকালীন ছুটির পর বুধবার (৩১ মার্চ) আপিল বিভাগের এক নম্বর আদালতের বিচারিক কার্যক্রমের শুরুতে প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। স্বাস্থ্যবিধি না মানার কারণেই আবার করোনার বিস্তার ঘটছে। করোনার যে ধরনটা দেখা যাচ্ছে, সেটা তো ব্যাপকভাবে বিস্তার ঘটছে।
এদিকে করোনার পরিবর্তিত পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার প্রয়োজনীয়তা নেই বলে সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
মঙ্গলবার পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৯৯৪ জনের। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ পাঁচ হাজার ৯৩৭ জনে।
বাংলাদেশ: ১১০৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
ইএস/এসআই