ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানভীর পারভেজ (৪৭) ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
শনিবার (০৩ এপ্রিল) সকাল ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এক শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
ব্যারিস্টার তানভীর পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০তম ব্যাচের ছাত্র ছিলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, আইনজীবী সমিতি প্রাঙ্গণে বাদ জোহর এবং শহীদবাগ জামে মসজিদে (রাজারবাগ পুলিশ লাইনের উল্টোদিকে) বাদ আসর জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
ইএস/এইচএডি/