ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

তুরাগে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার লিটনের জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
তুরাগে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার লিটনের জামিন স্থগিত

ঢাকা: রাজধানীর তুরাগ থানার ধওর বেড়িবাঁধ এলাকা থেকে ডিবি পরিচয়ে ডাকাতির সময় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার মোস্তফা কামাল লিটনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৬ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ নাথ।

গত বছরের ৪ মার্চ ওই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অস্ত্র, ডিবির জ্যাকেট, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় একইদিন র‌্যাবের পক্ষ থেকে তুরাগ থানায় মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার মোস্তফা কামাল লিটনকে চলতি বছরের ২৩ মার্চ হাইকোর্ট জামিন দেন। সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার চেম্বার আদালত হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ নাথ।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা,এপ্রিল ০৬, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।