ঢাকা: সারাদেশের নিম্ন আদালতে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে ৫ কার্যদিবসে কারাবন্দি দশ হাজার ৬৮১ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) রাতে এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি জানান, ১২ এপ্রিল সোমবার থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।
১২ এপ্রিল এক হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল তিন হাজার ২৪০ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল এক হাজার ৮৪২ এবং ১৯ এপ্রিল এক হাজার ৬৩৫ হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। মোট পাঁচ কার্যদিবসে দশ হাজার ৬৮১ জন হাজতি কারামুক্ত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
ইএস/ওএইচ/