ঢাকা: লকডাউনের সময় হাইকোর্ট বিভাগে চলমান ৪টি ভার্চ্যুয়াল বেঞ্চের সঙ্গে আরও বেঞ্চ বাড়াতে প্রধান বিচারপতি কাছে আবেদন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বুধবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, বর্তমানে দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। এটি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে।
সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিচার বিভাগ সচল রাখতে প্রধান বিচারপতি কার্যকর ভূমিকা রেখেছেন। আপিল বিভাগ সচল রয়েছে এবং হাইকোর্ট বিভাগে ৪টি বেঞ্চে সীমিত আকারে বিচার কাজ চলছে।
‘এই কঠিনতম সময়ে হয়তো শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনা করা সম্ভবপর হচ্ছে না। এ কারণে শারীরিক উপস্থিতি ব্যতীত ভার্চ্যুয়াল পদ্ধতির মাধ্যমে যেমন করে আপিল বিভাগ সচল রয়েছে তেমনি করে হাইকোর্ট বিভাগে আরো কয়েকটি বাড়ানোর প্রয়োজন বলে সমিতি মনে করে। এ উপলক্ষে মঙ্গলবার (২০ এপ্রিল) এক জরুরি সভায় হাইকোর্ট বিভাগে বাড়ানো বিষয়ে প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়'।
আবেদনে আরও বলা হয়, বর্তমানে রমজান মাস চলছে, সামনে ঈদ-উল-ফিতর। লকডাউন এবং আদালতের স্বল্পতার কারণে আইনজীবীরা তাদের পেশা পরিচালনা করতে পারছেন না। ফলে সমিতির সদস্যসহ আইনজীবীরা মারাত্মক আর্থিক ঝুঁকির মধ্যে পড়েছে। একইভাবে সীমিত সংখ্যক আদালত চালু থাকায় বিচারপ্রার্থী মানুষ কাঙ্ক্ষিত বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি উত্তরণে সর্বাত্মক লকডাউনের মধ্যেও আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগকে আরও কার্যকরী করতে আরও অধিক সংখ্যক ফৌজদারি, রিট, সিভিল ও আনুষাঙ্গিক বিষয়ে বেঞ্চ বাড়ানো জরুরি।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
ইএস/এএটি