ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আইনজীবী ব্যারিস্টার লিও সাহা মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
আইনজীবী ব্যারিস্টার লিও সাহা মারা গেছেন ...

ঢাকা: করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভের পর পরবর্তী সময়ের জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার লিও সাহা কেনেডি মারা গেছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে করোনা নেগেটিভ হলে বাসায় যান। কিন্তু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তিনি আবার হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার বেলা ১১টা ২৫ মিনিটে তিনি মারা যান। তার স্ত্রী চিকিৎসক। আর একমাত্র কন্যার বয়স ৪ বছর।  
 
ব্যারিস্টার লিও সাহা কেনেডির গ্রামের বাড়ি ভোলা জেলায়। তিনি ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১ 
ইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।